ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯:
বিদেশে পুলিশের কর্মকাণ্ড ইন্টারপোলের মাধ্যমে হয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের যে আদেশ আদালত দিয়েছেন, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারের আম্বর-শাহ-শাহী-মসজিদের নিচতলার সংস্কার কাজ শেষে উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনেক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের কী কী হচ্ছে, কী সমস্যা রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন সর্বাত্মক সহযোগিতা করার কথা জানায়। যাতে মিয়ানমারের সঙ্গে এ সমস্যার দ্রুত সমাধান হয়। এছাড়া, চীন তাদের দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সফল হয়েছে। তাই আমাদের দেশে মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে সেটা সফল করার জন্যও চীন সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ট্রেনিং ও ফায়ার ইকুইপমেন্টে সহায়তার আশ্বাসও দিয়েছে চীন যোগ করেন মন্ত্রী।