ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯:
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকায় টিকিট কেটে সাধারণ রোগীদের মতো চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
এর আগে ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সময় সরকারপ্রধান বলেছিলেন, ‘এখন থেকে বিদেশ নয়, দেশেই চিকিৎসা সেবা নেবেন।’