1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

ইউএস-বাংলার টয়লেটে মিললো ৭ কোটি টাকার সোনা!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৮৪ পাঠক

ডেস্ক রিপোর্ট | শনিবার, ২০ এপ্রিল ২০১৯:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত সোনার মূল্য আনুমানিক ৭ কোটি টাকা। শনিবার (২০ এপ্রিল) বিকেলে শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার বিএস-২১৪ ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার (১৪ কেজি) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আসা ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ওই বিমানের দিকে নজর রাখে। বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কাস্টমস গোয়েন্দারা বিমান তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। জব্দ করা সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সহিদুল ইসলাম।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD