নিউজ ডেস্ক | সোমবার, ২২ এপ্রিল ২০১৯:
জামালপুরের বকশীগঞ্জে বিয়ে করে নববধুকে নিয়ে বাড়ি ফেরার পথে স্বামী মনোয়ার হোসেন মনুকে (২৪) আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়। আটককৃত মনোয়ার হোসেন মনু দেওয়ানগঞ্জ উপজেলা সদররের দপরপাড়া গ্রামের রবিয়ার হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার এস.আই শরীফ উদ্দিন জানান, মাস ছয়েক আগে মনোয়ার হোসেন মনু ও বকশীগঞ্জে গোপালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রীর সঙ্গে বিবাহের অনুষ্ঠানে পরিচিত হয়। পরে ওই এসএসসি পরীক্ষার্থীর মোবাইল নম্বর নেয় মনু। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর সর্ম্পকে জেরে বিয়ের প্রলোভনে অনবরত শারীরিক সর্ম্পকও গড়ে তোলে মনু। গত ১লা বৈশাখেও তাদের শারিরীক সর্ম্পক হয়। এসময় ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনোয়ার হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে স্কুলছাত্রী বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ঘটনাটি জানা জানি হয়। এ নিয়ে শনিবার (২০ এপ্রিল) ওই স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা করে। মামলার খবর পেয়ে ওইদিন রাতেই বকশীগঞ্জ বগারচর এলাকার টালিয়াপাড়া গ্রামে এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফেরার পথে সারমারা বাজার থেকে নববধুর সামনেই মনোয়ার হোসেন মনুকে আটক করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি এ.কে.এম মাহাবুবুল আলম জানান, রোববার সকালে মনোয়ার হোসেন মনুকে আদালতে সোর্পদ করা হয়েছে।