অনলাইন ডেস্ক | সোমবার, ২২ এপ্রিল ২০১৯:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রুহল আমিন (৬৫) নামে এক বৃদ্ধ হিটস্ট্রোকে মারা গেছেন। সোমবার বিকালে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আমিরা বাড়িতে ঘটনা ঘটে। তার ৭ জন ছেলেসন্তান রয়েছে।
নিহতের ছেলে আবুল হাসেম বলেন, আমার বাবা সকাল থেকেই ধান শুকানোর কাজ করছিল। তিনি আমাদের বাড়ির বিল্ডিংয়ের ছাদে ধান শুকাচ্ছিল। হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তাকে ছাদ থেকে নামিয়ে হাজীগঞ্জ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শরীরের অবনতি দেখে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।