আব্দুল কুদ্দুস | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯:
ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুখায়ূ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সুখায়ু’র চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন ভূঞা, কো-চেয়ারম্যান আলহাজ্ব সাহাদাত হোসেন, সেক্রেটারী হাজী আহসান হাবীব রোমান,এফ ফিফটি ওয়ান মেহেরপাড়া ইউনিয়ন লিমিটেড’র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অভি, সভাপতি হুমায়ুন কবীর হিমু , মেহেরপাড়া ক্লাব লিমিটেড’র সভাপতি আতাউর রহমান ভূঞা, নরসিংদী জেলা মানবকল্যাণ সংস্থা’র সভাপতি হাফিজুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ফেনীর নুসরাত জাহান রাফি ও কুমিল্লার সোহাগী জাহান তনু সহ দেশের সকল নারী নির্যাতন ও হত্যার দ্রুত বিচারের দাবি জানান।
সেইসাথে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে কঠোর হওয়ার আহবান জানান।