1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

শাহরাস্তিতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৬

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ১১২ পাঠক

চাঁদপুর | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯: চাঁদপুরের শাহরাস্তিতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহতদের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার রনজিত মজুমদার (৪৫), ফখরুল ইসলাম (৪৫), শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৬০) ছাত্র রোমান হোসেন (৮), মনি বেগম (২৫) ও শাহজাহান।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ শাহরাস্তি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD