চট্টগ্রাম | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯:
চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনাটি ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাসুকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম উত্তর আমিরাবাদ এলাকায় অবস্থান করছে জানতে পেরে ভোরে র্যাবের একটি টিম তাকে ধরতে অভিযান চালায়। টের পেয়ে সাইফুল তার সহযোগিদের নিয়ে র্যাবের উপর গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সাইফুলের লাশ পড়ে থাকে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (২৭) উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরি পাড়ার আব্দুস সোবহানের ছেলে। তিনি সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি।
গত ১২ এপ্রিল (শুক্রবার) ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সাইফুল। পরে ১৫ এপ্রিল (সোমবার) ধর্ষিতার মা লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।