1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

আইসিসির ফেসবুক কাভার পেজে মাশরাফিরা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৯১ পাঠক

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। জার্সিতে দেশের পতাকা লাল-সবুজের মিশ্রণ নেই। মূলত এ কারণেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

তবে এর মাঝে চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেসবুক পেজের কাভারে জায়গা করে নিয়েছে সেই জার্সি পরা বাংলাদেশ দলের ছবি।

মঙ্গলবার দুপুরে ছবিটি পোস্ট করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গেল সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে সেটি তুলে দেন তিনি। পরে ফটোসেশনে অংশ নেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। একমাত্র সাকিব আল হাসান ছিলেন না। সেই ফটোসেশনের ছবিই স্থান পেয়েছে আইসিসির ফেসবুক পেজে।

গেল ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এরপর জার্সি উন্মোচন করে। ব্যাপক সমালোচনার মুখে সেই জার্সি পাল্টানোর কথা ভাবছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, জার্সির নকশা চূড়ান্ত। তাই হুট করেই তা বদল করা যাবে না। আমরা আইসিসিকে জানাব। অনুমোদন পেলেই নতুন জার্সি তৈরি করা হবে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দুটি জার্সি তৈরি করা হয়েছে। একটি লাল, আরেকটি সবুজ। পরেরটি নিয়েই যত বিতর্ক।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে বুধবার দেশ ছাড়ছেন মাশরাফিরা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD