নিউজ ডেস্ক | মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল ১ মে (বুধবার) থেকে ৪১ দিনের জন্য ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে দিবস, গ্রীস্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল- ফিতর উপলক্ষে ৪১ দিনের ক্লাশ ছুটি ঘোষণা করা হলো।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি ০১ মে ‘মে দিবস’ উপলক্ষে ০১ দিন, ১৮ মে বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন ও ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল- ফিতর উপলক্ষে বন্ধ থাকবে।