শাহজাহান হেলাল | মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত ওমর আলীর ছেলে মোঃ সাব্বির শেখ (৩৯) ও উপজেলার চর নওপাড়া গ্রামের সনজিৎ দাসের ছেলে সজীব দাস(২৫)কে ৩৯ পিস ইয়াবাসহ ২৯ এপ্রিল রাতে যাদবপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে মেহগনি বাগানের ভিতর থেকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃতদের মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দাখিল করা হয়েছে।