নরসিংদী | বৃহস্পতিবার,২ মে ২০১৯:
নরসিংদীর পলাশ উপজেলায় ৬ বছরের একটি শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক লম্পটকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটক প্রান্ত দাস একই গ্রামের মৃত নিরাশ দাসের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী লম্পট প্রান্ত দাস শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে ব্যথায় চিৎকার শুরু করে এবং শিশুটির মা শিশুটিকে জিজ্ঞেস করলে শিশুটি ঘটনা মাকে জানান।
পরে ভুক্তভোগী ওই শিশুটির পরিবার স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য এলাকার লোকজন নিয়ে অভিযুক্ত প্রান্ত দাসকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত প্রান্ত দাসকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির মা’বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।