মাধবদী প্রতিনিধি :
মহান মে দিবস উপলক্ষে নরসিংদীতে আমরা মাধবদীবাসী’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়েছে। পহেলা মে বুধবার মাধবদীতে এস.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করাহয়।
দিনব্যাপি এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন আমরা মাধবদীবাসী’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন কমিশনার। তিনি বলেন শ্রমজীবি মানুষদের মনে আনন্দ দেয়ার জন্যই এ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়েছেন দেশের স্বনামধন্য শিল্পিরা। এসময় ২৫শ শ্রমজীবিদের মাঝে গণভোজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া কমিশনার, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও এস. পি ইনস্টিটিউশন এর অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আল-আমিন সরকার, মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি রিপন মিয়া প্রমূখ