1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 13, 2025, 5:03 am

মাদারীপুরে ৮ বছরের স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক হাফিজুর গ্রেপ্তার

News desk | Dhaka24-
  • Publish | Saturday, May 4, 2019,
  • 126 View

নিউজ ডেস্ক | শনিবার,৪ মে ২০১৮: মাদারীপুরের রাজৈরে ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘঠে। পুলিশ ধর্ষক হাফিজুল হাওলাদারকে (২৮) শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ৮ বছর বয়সী প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার রাত আটটার দিক বাড়ির পাশের নানা বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের জলিল হাওলাদারের বখাটে ছেলে হাফিজুল হাওলাদার ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে রাস্তার পাশে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. শাহজাহান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেলে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD