মাধবদী (নরসিংদী) সংবাদদাতা | বুধবার,৮ মে ২০১৯:
নরসিংদীর মাধবদীতে মাহে রমজান এর পবিত্রতা রক্ষা, দিনে বেলা পানাহার বন্ধ সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে গতকাল বুধবার(৮ মে) বা’দ জোহর মাধবদী বাজার বড় মসজিদের
সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। এতে অংশ নেন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা রফিকুর রহমান ও সভাপতি আল্লামা মকবুল হোসাইন।
এসময় কয়েক হাজার সাধারন মুসল্লিসহ সাধারণ মানুষ
মিছিলে অংশ নেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফারুক মিয়া কান্দাবী, মাওলানা ক্বারী আব্দুর রব, মুফতী রাকিব হাসান, মাওলানা মোশাররফ,মাওলানা হারুনুর রশীদ, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আক্তার উজ্জামান, ক্বারী ছানাউল্লাহ পাঠান প্রমূখ। মিছিলটি
মাধবদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাজার বড় মসজিদের সামনে এসে একটি সভায় মিলিত হয় হয়। এসময় বক্তারা মাহে রমজানে মাধবদীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমান্বয়ে বৃদ্ধিতে ক্ষোভপ্রকাশ করে দ্রুত নিয়ন্ত্রণের দাবি জানান। এছাড়া প্রকাশ্যে জনসাধারণককে পানাহার করা থেকে বিরত রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান।