November 10, 2025, 2:00 pm

তানিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সহপাঠীরা

Reporter Name 188 View
Update : Thursday, May 9, 2019

নিজস্ব প্রতিবোদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহিনূর আক্তার তানিয়া (২৪) কে চলন্ত বাসে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় অবরোধ করেন সহপাঠীরা।
তানিয়া ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে সহপাঠীরা কল্যাণপুরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
জানাযায়, গত সোমবার (৬ মে) রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের পিরিজপুর রুটে চলাচলকারী স্বর্ণলতা বাসের যাত্রী শাহিনূর আক্তার তানিয়া নামে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনায় জড়িত ওই বাসের চালক ও হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাহিনূর আক্তার তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা থেকে কটিয়াদী ও বাজিতপুরের পিরিজপুর হয়ে নিজ বাড়ি ফিরছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর