রাসেল খান,
উত্তরায় ১১৫ পিচ ফেনসিডিল ও ২৬ কেজি গাজাসহ হিমেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ১০ নং সেক্টর সুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা জানান, উত্তরা ১০নং সেক্টর সংলগ্ন সুইচ গেইট এলাকায় চেকপোষ্ট করা অবস্থায় ২৬ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হিমেল স্বীকার করে সে এই মাদক ব্যবসার সাথে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে রাতে হিমেলের বাসায় তল্লাশী চালালে ১১৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।