ইউনুস আলী ফাইম নওগাঁ প্রতিনিধি,
৪র্থ বারের মত শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্টত্বের বিশেষ পুরষ্কার ক্রেষ্ট পেরেন নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই।
নওগাঁ সদর মডেল থানায় ৩০ নম্বর অফিসার ইনচার্জ ওসি হিসেবে গত বছরের ২৭ মে যোগদান করেন মোঃ আব্দুল হাই।
পূর্বে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) হিসেবে দুই বছর ৯ মাস কাজ করেন ওসি মোঃ আব্দুল হাই।
তিনি নওগাঁ সদর মডেল থানায় যোগদানের পর থেকেই এখানে দালালদের দৌড়াত্য অনেকাংশে কমে গেছে। ইতি মধ্যে দালালদের কাছ থেকে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার
ঘটনাও ঘটেছে। মাদক ও দাদন ব্যাবসায়ীদের উপর কঠোর নজরদারী রয়েছে তার। সাধারন ডায়েরী, (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করা এসব এর বিনিময়ে সেবা প্রার্থীদের কাছ থেকে কোন ধরনের টাকা নেয়া হয় কিনা সে দিকে সজাক দৃষ্টি রয়েছে তার । সাফল্য এবং সুনামের সহিত পুলিশি সেবাদানের প্রথম বছর পেরিয়ে ২য় বছরে পর্দাপন করেন মোঃ আব্দুল হাই। বৃহস্পতিবার নওগাঁ পুলিশের মাসিক কল্যান সভায় তাকে ৪র্থ বারের মত শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করে শ্রেষ্টত্বের বিশেষ পুরষ্কার ক্রেষ্ট প্রদান করেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম । এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন থানার ওসি, এসআই সহ পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।