মধুপুর (টাঙ্গাইল) | শনিবার,১৮ মে ২০১৯:
টাঙ্গাইলের মধুপুরে ঝড়ে দেয়াল ধসে রাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । একই ঘটনায় আহত হয়েছে সহোদর সাকিব (৯) এবং মা দিলরুবা (৩৬)। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মালাউড়ী থানা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাবিক ওই এলাকার রূপচান মিয়ার ছেলে। আহত দিলরুবা ও সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঝড়ে ঘরের দেয়াল ধসে একই পরিবারের মা ও দুই ছেলে আহত হয়। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির এক চাচা আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ইফতারের পূর্বে ঝড়ে থানাপাড়ার ওই বাসার একটি ঘরের ইটের দেয়াল ধসে পড়ে। ধসে পড়া দেয়াল চাপায় মা এবং দুই সহোদর আহত হয়। এতে রাকিবের মাথার খুলি ফেটে যায় এবং সাকিব মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সাকিব ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। মা দিলরুবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।