1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

এস এ কুরিয়ার সার্ভিস থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৭৯ পাঠক

রাসেল খান,
রাজধানী উত্তরার ৬নং সেক্টরের আলাউল এভিনিউয়ে অবস্থিত এস এ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৩। এসময় চালানটি গ্রহণ করতে আসা মীর কাশেম (৩২) ও মোর্শেদ (৩০) নামের দুইজনকে গ্রেফতার করে র‌্যাব
র‌্যাব জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে ইয়াবার এই বড় চালানটি গত ১৭ তারিখ সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় পাঠানো হয়।
ইয়াবা চালানকারীরা ঝিনুকের তৈরি কানের দুল এবং মাথার ব্র্যান্ডের ভিতরে অত্যন্ত সুকৌশলে এক লক্ষ ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বিষয়টি জানতে পেরে ১৯ মে, রবিবার সকালে অভিযান চালায় উত্তরাস্থ এস এ কুরিয়ার সার্ভিসের ওই অফিসটিতে। এসময় তারা চালানটি গ্রহণ করতে আসা মীর কাশেম (৩২) ও মোর্শেদ (৩০) নামের দুইজনকে গ্রেফতার করে।
ইয়াবা উদ্ধারের বিষয়টি স্পট ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন।
র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান। ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের সমস্ত কুরিয়ার সার্ভিসকে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশাল এই ইয়াবা চালানের সাথে এস এ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে র‌্যাব।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD