রাসেল খান,
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে
রাজধানীর উত্তরায় বেশ কয়েকটি রেস্তোরাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত। ভেজালমুক্ত খাবার নিশ্চিতে প্রথম রমজান থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে সিটি
কর্পোরেশনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন
সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর উত্তরা ১ নং সেক্টর এলাকার মোগল রেস্টুরেন্টে ২ লক্ষ টাকা, লাবাম্বাতে ৩০ হাজার টাকা এবং উত্তরা খাজানায় ২০ হাজার টাকা জরিমানা করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি নির্বাহী ম্যাজিষ্ট্যাট আব্দুলাহ আল মামুন এ অভিযানটি পরিচালনা করেন।