নিজস্ব প্রতিবেদক | বুধবার,২২ মে ২০১৯:
নরসিংদীতে মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক আবারো জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে সম্মাননা পেয়েছেন। এর আগেও দুবার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানব পাচার, ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক।
সম্প্রতি নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম) ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানের হাত থেকে হ্যাটট্রিক নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা গ্রহণ করেন আব্দুর রাজ্জাক।
এ সম্মাননা প্রধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ মিয়া সহ জেলার অন্যান্য থানার কর্মকর্তারা।