নিজস্ব প্রতিবেদক | সোমবার,৩ জুন ২০১৯:
রাজধানীর ধামরাইয়ে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ ঈদযাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। এতে আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩ জুন) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া ২ জন হলেন- মাগুরা সদর উপজেলার মেহেদী হাসান (২৮) ও রাজবাড়ী সদর উপজেলার বরাটের কাচরন্দ্র গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২৭)। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সাভারের নবীনগর এলাকা থেকে বেশ কিছু যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান পাটুরিয়ার দিকে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী বাসের নিচে চাপা পড়ে মারা যান।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।