1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

৭০০ টাকার পাঞ্জাবি ১৩০০: আড়ংকে জরিমানা, শো-রুমে তালা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৭৬ পাঠক

নিজস্ব প্রতিবেদক | সোমবার,৩ জুন ২০১৯:
৭০০ টাকার পাঞ্জাবি ১৩০০ টাকায় বিক্রি করায় জনপ্রিয় ব্রান্ড আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাস্তি হিসেবে রাজধানীর উত্তরায় আড়ং এর শো-রুম সাময়িক বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযোগ পেয়ে ঘটনাস্থালে গিয়ে যাচাই করে অভিযোগের সত্যতা পেয়ে এ জরিমানা ও শাস্তি নির্ধারণ করে।

টাঙ্গাইলের কুমুদিনি ওমেন্স মেডিকেলের চিকিৎসক ইবরাহীম খলিলের অভিযোগের ভিত্তিতে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

ইবরাহীম খলিল ব্রেকিংনিউজকে বলেন, ‘আমি গত ২৫ মে উত্তরা আড়ং থেকে একটি ড্রেস কিনি। যার মূল্য ছিল ভ্যাট ছাড়া ৭০০ টাকা। পরে আমার ছোট ভাই ৩১ মে একই ড্রেস এই আউটলেট থেকে কিনেন ১৩শ টাকা দিয়ে। অথচ একই কাপড়, একই ডিজাইনের পোশাকটির দাম ৬০০ টাকা বেশি নিয়েছে তারা। তাই আমি ভোক্তা অধিকারে অভিযোগ করেছি।’

অধিদফতরের কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার ব্রেকিংনিউজকে বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা যাচাই করতে এসে আড়ংয়ে যা দেখলাম সেটা সত্যি দুঃখজনক। এখানকার ম্যানেজার নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু যতটুকু আইনকানুন পড়াশোনা করেছি তাতে দেখেছি এতে গ্রাহকের কোনও কথা নেই। আমরা তাদেরকে চার লাখ টাকা জরিমানা করেছি। অন্যদের যাতে শিক্ষা হয় সেজন্য প্রতীকী হিসেবে ২৪ ঘণ্টার জন্য আউটলেটটি বন্ধ করে দেয়া হয়েছে।’

এ কর্মকর্তা আরও বলেন, ‘আড়ংয়ের মতো একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষ অনেক টাকা এখানে বিনিয়োগ করেন। কিন্তু আউটলেটের অসাধু কর্মকর্তা এমন কাজ করে থাকেন।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD