বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯:
ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় ও নন্দিত ছবি উপহার দিয়েছেন। জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। ‘শরীফ বদমাশ’, ‘লড়াকু’ ‘ভন্ড’, ‘বিচ্ছু বাহিনী’, ‘বেয়াদব’, ‘যোদ্ধা’সহ এমন অনেক ছবি আছে যেগুলো বাংলা ছবিতে অসাধারণ সংযোজন।
একটা সময় ফিল্ম পলিটিক্স রুবেলকে ছাড়েনি। তিনি বলেন, ‘একটা সময় বড় বড় হিরোরা বড় বড় হিরোইনদের আমার সঙ্গে কাজ করতে দিত না। তাদের নাম বলতে চাচ্ছি না। তাতে আমারই লাভ হয়েছে। আমি অন্যদের নিয়ে কাজ করেছি। একটা সময় তো বাজারে চালু হয়ে গেল- রুবেলের সঙ্গে কোনো হিরোইন লাগে না!’
পর্দায় সহশিল্পী হিসেবে কোন নায়িকার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
এমন প্রশ্নে রুবেল বলেন, ‘তিনজনের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগত- পপি, মৌসুমী ও পূর্ণিমা। এর মধ্যে স্পেশাল পপি। তার আগে ছিলো কবিতা।’