স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯:
ইংল্যান্ড বিশ্বকাপের নবম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেন, “আমাদের এখনও সামনে সাতটি ম্যাচ আছে। আশা করছি আমরা কামব্যাক করতে পারব।”
মাশরাফি আরও বলেন, “আসলে উইকেট ভালোই ছিল। আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমাদের প্রত্যাশিত ব্যাটিং হয়নি। তবে ওদের রস টেইলর খুব ভালো খেলেছে। ওই ম্যাচটা বের করে নিয়ে গেছে।”
বুধবার প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।