1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

৩ কেজি স্বর্ণ সহ ৩ রোহিঙ্গা আটক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৬৩ পাঠক

কক্সবাজার | বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯:
কক্সবাজারের উখিয়ায় তিন কেজি ২২৮ গ্রাম স্বর্ণ এবং নগদ তিন লাখ টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-০১ এর ব্লক ৯ নম্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম মজুমদার।

আটকরা হলেন- বালুখালীর ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আজিজ (১৮), একই ক্যাম্পের সি-১৩ ব্লকের নুরুল হাসেম (২৮) এবং সি-৭ ব্লকের বাসিন্দা আবুল কাসেম (২২)।

পুলিশ জানায়, এরা সংঘবদ্ধ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য।

ওসি নজরুল বলেন, অবৈধ পথে আসা স্বর্ণ বিক্রি করা হচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় ক্যাম্পের সন্দেহজনক বস্তিঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে যায়। পরে ঘরটি থেকে পুলিশ ৩ জন রোহিঙ্গাকে স্বর্ণ লেনদেনের সময় আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ এবং লেনদেনের জন্য আনা নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD