নিউজ ডেস্ক | শুক্রবার, ৭ জুন ২০১৯:
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ সড়কের আল রাশিদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে যে ১৭ জন নিহত হয়েছেন তারা বিভিন্ন দেশের নাগরিক। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। আহত বা নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন জানান, আহত বা নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না বলতে পারছি না। পুলিশ নিহতদের বিষয়ে শিগগিরই জানাবে বলে জানান তিনি।