নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৯ জুন ২০১৯:
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা এলাকায় বাইমাইল উত্তরপাড়া বাসাবাড়ীতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার( ৯ জুন) ভোর রাতে ওই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসার ৩৬ টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায় এবং ২১ টি কক্ষ আংশিক পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি এবং ডিবিএলের একটি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসার মালিক আবুবকর সিদ্দিক বলেন, আমরা চারজনে ১২ শতাংশ জমি ভাড়া নিয়ে টিনসেড ৩১টি রুম করি। অন্যান্য মালিকেরা হলেন, মোঃ খোকা মিয়া,মোঃ রায়হান মিয়া,নাজমুল হোসেন। আবুবকর সিদ্দিক বলেন, আমার দশটি রুম ছিলো পুড়ে একদম ছাই হয়ে গেছে।আমি একদম শেষ হয়ে গেছি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, রবিবার ভোরে গ্যাস লিকেজ হয়ে বাইমাইল এলাকার আবুবকর সিদ্দিকের টিনশেড বাসা বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশে খোকা মিয়া, রায়হান মিয়া,নাজমুল হোসেনের টিনশেড বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা সকলেই গার্মেন্টস কর্মী। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ১২ নং ওয়ার্ড কাউন্সিলর, আব্বাস উদ্দিন খোকন ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন।