স্পোর্টস ডেস্ক | সোমবার, ১০ জুন ২০১৯:
২৬, ২১, ০ – বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে যথাক্রমে এই ধারাবাহিকতায় রান করেছেন মোহাম্মদ মিঠুন। একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছে দলের প্রত্যাশা অনেক। সময়মতো দ্রুত রান তোলা, আবার দুঃসময়ে দলের হাল ধরা। কিন্তু বলা যায়, গত তিন ম্যাচে প্রত্যাশার কানাকড়িও পূরণ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই দলে মিঠুনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অথচ আয়ারল্যান্ড সিরিজে ও বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে দলে ডাক পেয়েই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। মুশফিকের বিকল্প হিসেবে একজন চৌকশ উইকেটরক্ষকও তিনি। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত।
সবকিছু বিবেচনায় আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশনে একাদশ থেকে ছিটকে যেতে পারেন মিঠুন। লিটনের ফেরাটা প্রায় নিশ্চিতই হয়ে গেছে।
এদিকে ব্রিস্টলের আবহাওয়া অধিদফর জানিয়েছে, মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। এমন ভেজা কন্ডিশনে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। তাই আগামীকালের ম্যাচে একজন বাড়তি পেস বোলার একাদশে জায়গা দেয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ রুবেল হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতকে ছাঁটাই করে রুবেলকে দলে ফেরানো হতে পারে। অথবা অফস্পিনার মেহেদি মিরাজের জায়গা দখলে নিতে পারেন রুবেল।
উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে কমপক্ষে ৫ টি ম্যাচ জিততেই হবে। প্রথম তিন ম্যাচের ১টি তে জয় পেয়েছে মাশরাফিরা। এবার লঙ্কা বাধা ডিঙিয়ে আরও এক কদম সামনে এগোতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।