পাবনা | মঙ্গলবার,১১ জুন ২০১৯:
গরু পাঠখেত নষ্ট করেছে, এই জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আবুল কালাম (৫০) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কৃষক আবুল কালাম চাঁদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁদপুর গ্রামে আবুল কালামের জমিতে একই গ্রামের আব্দুল সরদারের ছেলে সাইফুল ইসলামের একটি গরু প্রবেশ করে পাটক্ষেত নষ্ট করে। পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে এসে তাদের বাড়িতে আটকে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ৮টার দিকে ছুরি ও লাঠিসোঁটাসহ সাইফুল দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে সাইফুল ছুরি দিয়ে আবুল কালামের পেটে আঘাত করে। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তখনই তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান সামান্য কারণে একজন নিরীহ মানুষকে হত্যার সুষ্ঠু বিচার দাবী করেছেন।
ভাঙ্গুড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম হোসেন জানান, হত্যার বিষয়টি খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।