প্রযুক্তি ডেস্ক | মঙ্গলবার,১১ জুন ২০১৯:
চলিত বছরের বসন্তে জ্যামিং প্রতিরোধী জিপিএস ব্যবস্থার পরীক্ষা চালাবে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনারা সন্দেহ করছে ইউরোপ এবং অন্যান্য দেশে জিপিএস সিগনাল বাধাগ্রস্থ করছে রাশিয়া। এমন সন্দেহে আবারও জিপিএস ব্যবস্থার পরীক্ষা চালাবে তারা। সূত্র: ভার্জ
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য জিপিএস জ্যামিং একটি বড় ‘মাথাব্যাথা’। এই বাহিনীগুলো ট্র্যাকিং এবং মিসাইল আর ড্রোনের গতিপথ নিয়ন্ত্রণে জিপিএস ব্যবস্থার উপর নির্ভর করে।
গেল শরতে নরওয়েতে ট্রিডেন্ট জাংচার নামে একটি যৌথ অনুশীলন পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র ও নেটো মিত্ররা। বড় বহুজাতিক জোটের ক্ষেত্রে প্রশিক্ষণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নিয়ে এই অনুশীলনে পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে সামরিক বাহিনী জিপিএস সিগনালগুলো জ্যাম হয়ে যাচ্ছে। সেসময় ফিনল্যান্ড আর নরওয়ের সেনা কর্মকর্তারা এজন্য রাশিয়াকে দায়ী করেন।
গেল বছর এপ্রিলে মার্কিন কর্মকর্তারা জানান, সিরিয়ায় ড্রোন পরিচালনা নিয়ে রাশিয়া জিপিএস জ্যাম করে দিয়েছে।
ব্রেকিং ডিফেন্স এর পক্ষ থেকে বলা হয়, দ্বিতীয় ক্যাভালরির মতো ইউনিটগুলোতে এই সিস্টেমগুলো সেনাবাহিনীকে দ্রুত প্রযুক্তিগুলো যাচাই ও উন্নয়নের সুযোগ দেবে। এর ফলে আর পরীক্ষার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না।