নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,১১ জুন ২০১৯:
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক কোনও ধরনের চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনও আন্তর্জাতিক চাপ অনুভব করছেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিদেশিদের কাছে বার বার ধরণা দিচ্ছে। অনুরোধ করছে। বিদেশিরা বেগম জিয়ার স্বাস্থ্য খারাপ এমন কথা বলেনি। তারা বলছেন বন্দি অবস্থায় বেগম জিয়ার যেন ভালো চিকিৎসা করা হয়।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি তাঁর (বেগম জিয়ার) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু তাঁর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের পক্ষে থেকে উদ্বেগের কোনও খবর আমরা পাইনি। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি দেখবে চিকিৎসকরা। সেখানে মেডিকেল বোর্ড আছে। এটা তাদের দায়িত্ব। এখন বেগম জিয়ার স্বাস্থ্য উদ্বেগের পর্যায়ে আছে এমন খবর আমাদের জানা নেই। চিকিৎসক ও মেডিকেল বোর্ডও এমন কোনও তথ্য দিতে পারেনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি বেগম জিয়ার জন্য কিছু করতে পারেনি। তাই নিজেদের মুখ রক্ষা ও কর্মীদের চাঙ্গা করার জন্য নানান কথা বলছে। তারা (বিএনপি) বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটুকু উদ্বিগ্ন তার চেয়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত।’
কারাবন্দি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করায় কাদের বলেন, ‘জানি না ফখরুল সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন কি-না। তিনি ডাক্তার কিনা তাও আমি জানি না। তিনি এ ব্যাপারে বিশেষজ্ঞ হলেন কবে তাও আমাদের জানা নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিরোধী দলের বাস্তবে ভূমিকা পার্লামেন্টে নেই, ঘরে নেই, বাইরে নেই, আন্দোলনে নেই, রাজপথে নেই, কোনও স্থানে নেই। গত দশ বছর চলে গেল, ছোট একটি আন্দোলন তারা (বিএনপি) করতে পারেনি।’
বিএনপি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখে না মন্তব্য করে সড়কমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ভালো কাজ। দেশের উন্নয়ন তাদের (বিএনপির) চোখে পরে না। তারা (বিএনপি) ধরেই নিয়েছে রাজনীতিতে শুধু বিরোধিতা করা। মূলত বিরোধিতার জন্য বিরোধিতা করছে। বাস্তব অবস্থান বিচার বিশ্লেষণ করছে না। দেশের উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন দেখার জন্য তাদের (বিএনপি) পাওয়ারের চশমা পড়া উচিত। পাওয়ারের চশমাটা ব্যবহার করলে হয়তো দেখতে পারবে।’
একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শপথ গ্রহণের পর বর্তমান সংসদ অবৈধ মন্তব্য করেছেন। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি তার প্রসংশা করি তিনি সংসদে এসেছেন। সংসদে এসে সংসদ ও সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। এতে আমাদের কোনও আপত্তি নেই। মির্জা ফখরুল নির্বাচিত হয়েও সংসদে যোগ দেননি। সেখানে মহিলা সদস্য আসছেন। আমরা চাই বিরোধিতা করুক। দায়িত্বশীল বিরোধিতা করুক। সংসদে চাই, বাইরেও চাই।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।