আব্দুল কুদ্দুস | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯:
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, নরসিংদীর উদ্যোগে মাধবদীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮জুন) দুপুরে সদর উপজেলার মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার গ্রামের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিড়ি শিল্প রক্ষার দাবিতে নরসিংদী অঞ্চলের বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মকর্তা, কর্মচারী ও বিড়ি ভোক্তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে রাস্তায় ঘন্টা ব্যাপী দাড়িয়ে মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো: আশরাফুল, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সৈকত, বিড়ি শ্রমিক ফেডারেশন মাধবদী অঞ্চলের সাধারন সম্পাদক শাহিন মাহমুদ প্রমূখ।বক্তারা ২০১৯-২০২০ অর্থ বছরের বিড়ির উপর থেকে সম্পূরক শুল্ক’ কমিয়ে বিড়ির মূল্য ১৪ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প করা, বিড়ির উপর থেকে আরোপিত অগ্রিম আয়কর বাতিল করাসহ আট দফা দাবী জানান তারা।