স্পোর্টস ডেস্ক | শুক্রবার, ২১ জুন ২০১৯:
শেষ পর্যন্ত পরাজয় এড়াতে না পারলেও ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তুলেছে বাংলাদেশ। ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩৩ রানে থেকে বাংলাদেশের ইনিংস। একটা সময় তো মাহমুদউল্লাহ রিয়াদের একের পর এক ছক্কা অজিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল।
বাংলাদেশের এমন লড়াকু মানসিকতায় টাইগারদের টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার মাইক হাসি।
বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হাসি বলেন, ‘টাইগারদের আমার টুপি খোলা অভিনন্দন। ওরা দারুণ লড়াই করেছে। বিশ্বচ্যাম্পিয়নরা সহজে জেতেনি। শেষ পর্যন্ত তাদের লড়াই করতে হয়েছে।’