বিনোদন ডেস্ক | শুক্রবার, ২১ জুন ২০১৯:
অভিনয় শিল্পী সংঘের নির্বাচন বন্ধের জন্য উচ্চ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জুন) হাইকোর্ট এই অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এবং নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
অভিনেতা শেখ এহসানুর রহমান বাদী হয়ে রিট করেছেন। এরই প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে।
আদালতের নোটিশটি প্রেরণ করা হয়েছে এই নির্বাচনের কমিশনার অভিনেতা খাইরুল আলম সবুজ বরাবর।
এ ব্যাপারে বাদী শেখ এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সমাজসেবা অধিদফতরের অনুমোদিত যে গঠনতন্ত্র আছে তা ভায়োলেশন করা হয়েছে। এছাড়া সংগঠনের নেতারা সমাজসেবা অধিদফতরের কাছে তথ্য গোপন ও অসত্য তথ্য দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে সংঘের বর্তমান নেতার সঙ্গে চারমাস ধরে কথা বলেছি। কিন্তু তারা কোনও সাধারণ সভা ছাড়াই অনেকটা জোরপূর্বক নির্বাচনটি করতে চাইছেন।’
প্রায় ৫২ জন প্রার্থীর বিপরীতে এবার মোট ভোটার সংখ্যা প্রায় ৬০০। যেখানে ভোটে নির্বাচিত হবেন ২১ প্রার্থী।