December 7, 2025, 10:34 pm

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন: দিলীপ বড়ুয়া

Reporter Name 165 View
Update : Saturday, June 22, 2019

রাজশাহী | শনিবার, ২২ জুন ২০১৯:
‘মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী অভিযানকে আরো শক্তিশালী করার এবং এর বিরদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

শনিবার (২২জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) বিভাগীয় কর্মী সমাবেশে এসব কথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, ধানসহ কৃষকের উৎপাদিত সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড এ্যাড. জাহাঙ্গীর আলী, রাজশাহী জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আনসার আলী, মহানগর সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সামশুজ্জামান ডালিম, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হাবিবুর রহমান, কমরেড এরশাদ আলী, নাটোর জেলা আহবায়ক কমরেড মহাদেব সাহা, পাবনা জেলা সম্পাদক কমরেড সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড ইঞ্জি. শামসুজ্জোহা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর