নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ জুন ২০১৯:
সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
মৌলভীবাজারের জেলা পুলিশ সূত্র রবিবার দিবাগত রাত দুইটার দিকে এ তথ্য নিশ্চিত করে জানায়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রেল কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছে, রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমজল এলাকায় ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।
স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গিয়ে অনেকে হতাহত হন।
কুলাউড়া থানা পুলিশ জানায়, এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি। অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে রেলযাত্রীদের ধারণা।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমজল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে, এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে বলেও এই দুই স্টেশন মাস্টার জানান।