বগুড়া | সোমবার, ২৪ জুন ২০১৯:
একাদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ জুন) রিটার্নিং কর্মকর্তা মাহাবুব আলম শাহ এই ফলাফল ঘোষণা করেন।
মোট ১৪১ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ভোট ধানের শীষে পড়েছে ৮৮ হাজার ৪২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকায় পড়েছে ৩২ হাজার ১৯৮ ভোট। সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন গঠিত। এ আসনের মোট ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ১৪১টি কেন্দ্রে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বগুড়া-৬ (সদর) আসনটি জিয়া পরিবারের ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার এখান থেকে এমপি হয়েছেন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী কারাবন্দি থাকায় গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন। পরে মির্জা ফখরুল শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।