নরসিংদী | সোমবার, ২৪ জুন ২০১৯:
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গা তরুণী ইয়াছমিন আক্তার (২০) ও দালাল ইমান আলীকে (৪০) পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির।
রবিবার নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে অফিস কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা তরুণীকে শনাক্ত করা হয়।
আটককৃত দালাল ইমান আলী লক্ষীপুর জেলার রায়পুরের লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে। সে একজন গাড়ি চালক বলে জানায়।