1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

সাংবাদিকদের যে কারনে এড়িয়ে চলেন প্রভা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ১১১ পাঠক

বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯:
ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় প্রভার। এরপর নাটক-টেলিফিল্মে অভিনয় করে হয়ে ওঠেন জনপ্রিয়। বিশেষ দিনগুলোতে প্রভার ভক্তরা মুখিয়ে থাকেন তার নাটক-টেলিফিল্ম দেখার জন্য। এবারের ঈদেও বেশ কিছু নাটক টেলিফিল্মে কাজ করেছেন প্রভা। ‘পুরোনো সানগ্লাস’, ‘সমুদ্র মানব’, ‘শেষ বিকেলের মেয়ে’-সহ বেশ কিছু নাটকে দেখা যাচ্ছে তাকে। দর্শকরাও প্রশংসা করছেন তার নানা কাজের।

প্রভার সাম্প্রতিক কাজ নিয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎকার দিতে অপারগতা প্রকাশ করেন। প্রভা এই প্রতিবেদককে বলেন, ‘সরি, আমি কাউকে ইন্টারভিউ দিই না।’ প্রভার কথার সত্যতা যাচাইয়ের জন্য গুগলে সার্চ দিলেও সাম্প্রতিক সময়ে তার কোনো সাক্ষাৎকার চোখে পড়েনি।

এখন প্রশ্ন হচ্ছে,সাংবাদিকদের কেন এড়িয়ে চলেন প্রভা, কেন সাক্ষাৎকার দিতে নারাজ। বিষয়টি নিয়ে এর আগেও কথা হয়েছিল প্রভার সঙ্গে। তিনি সে সময় এই প্রতিবেদককে বলেছিলেন, ‘পত্রিকাগুলো আমাকে নিয়ে আজেবাজে নিউজ করে। অনেক সময় তারা আমার সঙ্গে কথা না বলেই নিউজ ছেপে দেয়। এ জন্য কোনো পত্রিকাকে সাক্ষাৎকার দিতে চাই না। কথা না বলেই যদি নিউজ ছাপতে পারেন তারা তাহলে তাদের সঙ্গে কথা বলে কি লাভ!’

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাদিয়া জাহান প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটিসহ অসংখ্য নাটক।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD