স্পোর্টস ডেস্ক | সোমবার, ১ জুলাই ২০১৯:
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম হারলেন ভারত। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে বিরাট কোহলিরা। তবে এখনও পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ভারত। সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে একটি জয় প্রয়োজন তাদের।
ম্যাচ শেষে ভারতের ওপেনার রোহিত শর্মা বলেন, ‘ইংলিশদের দারুণ বোলিংয়ের কারণে ম্যাচটা হাতছাড়া হয়েছে তাদের।’
রোহিত বলেন, ‘আসলে ইংল্যান্ডের বোলাররা ভালো বোলিং করেছ, তারা ভালো ব্যাটও করেছে। বড় টার্গেটে ব্যাট করতে হলে একজনকে ঝড়ো ইনিংস খেলতে হয়। ৪০-৪৫ বলে ম্যাচ ঘুরে যায়। বেন স্টোকস যে কাজটা করেছে। হার্দিক পান্ডিয়া চেষ্টা করেছিল কিন্তু শেষ করতে পারেনি। ইংল্যান্ড কমপ্লিট ক্রিকেট খেলেছে। ফলাফলও তাদের পক্ষে গিয়েছে।’
ইয়ন মরগানদের এ জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা আরো জমে উঠেছে। শেষ ম্যাচে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশ অথবা পাকিস্তাসেনর সামনেও সুযোগ থাকবে সেমিফাইনালে খেলার।