স্পোর্টস ডেস্ক | রবিবার, ৭ জুলাই ২০১৯:
প্রত্যাশা পূরণ না হওয়ার ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘প্রত্যাশা পূরণ করতে পারিনি। বিশ্বকাপে দল ব্যর্থ হয়েছে। আর অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতার দায়ভার অনেকটাই আমার। আমি এর দায় নিচ্ছি, আমাকেই নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হতো।’
রবিবার (৭ জুলাই) বিকেলে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় মাথা ঘামাচ্ছেন না জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘সমালোচনা হয়ই, এটা স্বাভাবিক। এত বড় টুর্নামেন্টের পর সমালোচনা হতেই পারে। আমরা যদি আরেকটু ভালো করতাম, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো।’
তিনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের একনাগাড়ে দোষারোপ করা হয়। এটা ঠিক না। আমরা যারা বর্তমান সিনিয়র খেলোয়াড়, তারা যখন তরুণ ছিলাম তখন কিন্তু আমরা এতটা চাপ নিয়ে খেলিনি। তাই তাদের একতরফা দোষ দিয়ে লাভ নেই। তারা অনেক চেষ্টা করেছে।’
এই তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা আছে জানিয়ে অধিনায়ক বলেন, ‘তরুণরা একসময় সাকিব-তামিমের মতো দলের নির্ভরতার প্রতীক হবে। এই মঞ্চ অনেক বড়, এখানে পারফর্ম করা সহজ নয়। আমি আশা করি তারা ধারাবাহিক পারফর্ম করে আজকের সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের মতো ক্রিকেটার হবে।’