নিউজ ডেস্ক | রবিবার, ৭ জুলাই ২০১৯:
রাজধানীর ওয়ারী এলাকায় শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার ধর্ষকের তিন থেকে ছয় মাসের মধ্যে ফাঁসি দাবি করেছেন সামিয়ার বাবা আব্দুস সালাম।
রবিবার (৭ জুলাই) নিহত শিক্ষার্থী সামিয়া আক্তার সায়মার সন্দেহভাজন হত্যাকারী গ্রেফতার হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।
মর্মস্পর্শী আবেদন করে কন্যাহারা বাবা বলেন, ‘দেশবাসীর কাছে আমার এই আবেদন- আপনাদের যাদের মেয়ে রয়েছে তাদেরকে এমন পশুসুলভ আচরণ থেকে কীভাবে দূরে রাখা যায় তা একটু ভেবে দেখবেন। আপনার সন্তানদের রক্ষা করার চেষ্টা করবেন। যাদের মেয়ে বাচ্চা আছে, তারা আগলে রাখবেন। এক মুহূর্তের জন্য আড়াল হতে দেবেন না। এইসব নরপিশাচদের হাত থেকে খেয়াল রাখবেন।’
তিনি আরও বলেন, আমি নামাজ পড়তে গিয়েছিলাম। মেয়েটা মাকে বলেছে, মা মাত্র ১০ মিনিটের জন্য ওই বাসায় যাব, একটু খেলে চলে আসব। এসে তোমার পড়াগুলো দিয়ে দেব। এরমধ্যেই তাকে আর পাওয়া গেল না। সামিয়ার মৃত্যুতে গত তিনদিন ধরে পরিবারের কেউ মুখে পানিও দেয়নি। সবাই সামিয়ার কাপড়-চোপড় নিয়ে কান্নাকাটি করছে।’
তার জোরালো দাবি, ‘এই ঘটনা আজকের পর যেনো স্তিমিত না হয়ে যায়। আজকের মতোই এ ঘটনা নিয়ে লেখালেখি করবেন। সচেতন থাকবেন- যাতে ঘটনাটি ধামাচাপা না পড়ে যায়। বাংলাদেশে অনেক ঘটনা রয়েছে যেগুলো প্রথমে আলোড়ন সৃষ্টি করে (এবং) পরে ধামাচাপা পড়ে যায়।’