স্পোর্টস ডেস্ক | সোমবার,৮ জুলাই ২০১৯:
কোপা আমেরিকার ফাইনালে পেরুকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় বিকালে ফাইনালে ৩-১ গোলে জিতেছে তিতের দল।
ম্যাচের ১৫তম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রাজিল। পায়ের কারিকুরিতে দুজনকে ফাঁকি দিয়ে ডান দিক থেকে গাব্রিয়েল জেসুস ক্রস বাড়ান ডি-বক্সে। অরক্ষিত অবস্থায় থাকা এভারটন বল পাঠিয়ে দেন জালে।
৪৪তম মিনিটে পাওলো গেররেরোর স্পট কিকে সমতায় ফেরে পেরু। ডি-বক্সে বল চিয়াগো সিলভার হাতে লাগলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর প্রযুক্তিতে যাচাই করেও সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন তিনি।
বিরতির ঠিক আগে যোগ করা সময়ে আর্থারের পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস।
৭০তম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৩-১ করে জয় নিশ্চিত করেন রিশার্লিসন। এতে ১২ বছর পর প্রতিযোগিতাটির শিরোপা জিতলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।