নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯:
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে একজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হলে বিচারক মো. আবু শামীম আজাদ ভিকটিমের মেডিকেল পরীক্ষার আদেশ দেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তি হলেন উজিরপুর উপজেলার দক্ষিণ মাদারর্শী এলাকার মৃত আব্দুল জব্বার খলিফার ছেলে মো. মনিরুজ্জামান ওরফে জামান।
এজাহার সূত্রে জানা যায়, বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে জামানের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে অভিযুক্ত মনিরুজ্জামান ২০১৮ সালের ২ আগস্ট থেকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী মনিরুজ্জামানকে বিয়ের কথা বললে তিনি তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।