1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

অন্য ক্যারিয়ারে আনুশকা!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ১২৫ পাঠক

বিনোদন ডেস্ক | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯:
বিশ্বকাপ ক্রিকেট শেষে গত বৃহস্পতিবারই ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। বিরাট যখন ব্যস্ত ছিলেন ২২ গজে দেশের নেতৃত্ব দিতে, তখন আনুশকা সময় কাটালেন নানা শখ পূরণে।

সময় বের করে শিখেই ফেললেন পটারি তৈরির কাজ। নিজের হাতে তৈরি করা কাপের ছবিও শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। স্টিলের প্লেটে রাখা নিজের হাতে তৈরি কাপের ছবি শেয়ার করে আনুশকা লিখলেন, ‘বাড়ি বসে কফি খাওয়ার মজাই আলাদা। আর তাও যদি নিজের হাতে তৈরি কাপে হয়, তাহলে তো কথাই নেই!’ আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে ওই কাপে কফি খেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন পটার। না, বলিউড ছাড়ার প্ল্যান তার নেই। তবে কাজের ফাঁকে কিছু শখ পুরিয়ে নিতে চান তিনি।

জিরো ছবির পর আনুশকা শর্মাকে আরও কোনো ছবিতে দেখা যায়নি। নতুন ছবি সই করার খবরও নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অকপটে জানিয়েছিলেন, এই মুহূর্তে কর্মজীবনের যে বাঁকে তিনি দাঁড়িয়ে আছেন, সেখানে কোনো কিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার প্রশ্নই ওঠে না। তাই শুধু সময় কাটানোর জন্য তিনি আর নতুন ছবি তাড়াহুড়ো করে সই করতে চান না।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD