November 2, 2025, 7:35 am

কক্সবাজারে ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত

Reporter Name 153 View
Update : Friday, July 19, 2019

কক্সবাজারে | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯:
কক্সবাজারের উখিয়া উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে রোহিঙ্গা নারী ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে একটি এনজিও ফোরামের ইটবোঝাই ট্রাক উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজেদা বেগম (৩২) ও তার শিশুসন্তান মো. কায়সার (২)। আহত মেয়ের নাম রাজমিনকে (১৭)। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির উপর উল্টে যায়। এ সময় ভেতরে থাকা মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম ও তার দুই বছরের শিশুসন্তান কায়সার ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আর গুরুতর আহতাবস্থায় আনোয়ারের কিশোরী মেয়ে রাজমিনকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালককে আটক করেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর