নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯:
বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে দূত সম্মেলনে যোগ দিতে ১৫ দিনের দীর্ঘ রাষ্ট্রীয় সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
লন্ডনে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে।
এদিকে আগামীকাল ইউরোপের ১৫টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে ‘দূত সম্মেলন’ শুরু হচ্ছে। দূত সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের দিকনির্দেশনা দেবেন। রাষ্ট্রদূতরাও বিদেশে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা ও ইস্যুতে সুপারিশ ব্যক্ত করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করে আগামী ৫ আগস্ট দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রী।