নিজস্ব প্রতিবেদক | সোমবার,২২ জুলাই ২০১৯: এবার নরসিংদীতে মাধবদীর আব্দুলা বাজার এলকায় মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এক কিশোর ও ষাটোর্ধ বয়সের এক পাগলী। সোমবার বিকালে স্থানীয় একটি মিলের শ্রমিক এরশাদুল ইসলাম বাবলু তার পিতার নাম ওয়াহেদুন্নবী ও এক নারীকে ছেলেধরা সন্দেহ হলে পাকড়াও হয় স্থানীয় উৎসুক জনতা। তারপর এলাকার লোকজন পুলিশ সোপর্দ করে বলে জানান শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহমেদ। তিনি আরো মানসিক ভারসাম্যহীন মহিলাটি কিশোরকে বাতিজা বলে পানি খাইতে চায়। এরপর ঐ এলাকার সংঘবদ্ধ কয়েকজন যুবক তাদের ছেলেধরা বলে গুজব ছড়ায়। পরে তাদের দুজনকেই গণপিটুনির হাত থেকে রক্ষা করে পুলিশে সোপর্দ করে স্থানীয় মুরব্বীরা।